নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়েও থামছেনা কাকড়া ও মাছ শিকার। ২১ জুলাই সোমবার দুপুরে আটককৃত জেলেদের বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ।

জানাগেছে,রবিবার রাতে সুপতি এলাকার খালে অবৈধভাবে কাকড়া ধরার সময় ১টি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে দুই শতাধিক কাকড়া ধরার চারু ও ৫০ কেজি কুচিয়া।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলমের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে সুপতির আওতাধীন মরা খেজুরার শেলা সাইট খালে টহলের সময় একটি জেলে নৌকা দেখতে পায়।

এগিয়ে গিয়ে বনরক্ষীরা নৌকাসহ ৪ জন জেলেকে আটক করেন। এ সময় নৌকায় থাকা দুইশতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু ও ৫০ কেজি কুচিয়া জব্দ করা হয় ।

আটককৃত জেলেরা হচ্ছে, রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬), ও মনির (৪০) এদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে বলে বনরক্ষীরা জানান।
সুন্দরবনে মাছ ধরায় এখন তিন মাসের নিষেধাজ্ঞা চলছে অথচ এক শ্রেণীর জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে যাচ্ছে মাছ ধরার জন্য পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ )বলেন, অবৈধভাবে সুন্দরবনে কাকড়া ধরার সময় আটক চারজনের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে তাদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।