শোকবাণী  :শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় খেলাফত মজলিসের শোক

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ সোমবার ২১ জুলাই রাজধানীর  দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক হতাহত হয়। উক্ত ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।


বিজ্ঞাপন

আজ প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। যারা নিহত হয়েছেন মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। শোকক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


বিজ্ঞাপন

আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।


বিজ্ঞাপন

অবিলম্বে এই দুর্ঘটনার কারণ সরকারকে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।


বিজ্ঞাপন

বিমান প্রশিক্ষণের মত বিভিন্ন ঝুঁকিপূর্ণ কার্যক্রম সমূহ রাজধানী ঢাকার মত জনবহুল এলাকা থেকে সরিয়ে ফেলতে হবে। সামরিক খাতে বাজেট বৃদ্ধি করে সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *