সিলেটের জঙ্গল বাড়িতে কৃষি শ্রমিকের প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ধর্ষণ ! 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সুবিধাবঞ্চিত পরিবারের কৃষি শ্রমিকের হাত পা বাক প্রতিবন্ধী এক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠছে। অভিযুক্তর নাম , আলম মিয়া (৩৫)। সে সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কলাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন

আলম তিন শিশু সন্তানের জনক ও সীমান্তের পেশাদার চোরাকারবারি। সোমবার বিকেলে নিজ বাড়িতে থেকে থানা পুরিশ তাকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

সোমবার সন্ধায় এমন তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল।


বিজ্ঞাপন

ভিকিটিম কিশোরীর পরিবার ও থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কলাগাঁও সীমান্তের জঙ্গল বাড়ি গ্রামের কৃষি শ্রমিকের হাত পা বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে গ্রামের প্রতিবেশী আলম ফাঁকা বাড়িতে একা পেয়ে রোববার দুপুরে ধর্ষণ করে। ধর্ষণরত অবস্থায় ভিকটিমের মা বাড়ি ফিরে ঘটনাটি দেখে গ্রামবাসী ও সালিসীদের অবহিত করেন।


বিজ্ঞাপন

এদিকে ভিকটিম কিশোরীর মা জানান, আলমের পক্ষে গ্রামের ও পার্শ্ববর্তী গ্রামে থাকা তার স্বজন কিছু ঘুসখোর গ্রাম্য সালিসী (মাতব্বর) থানায় আইনি ব্যবস্থা না নিতে বাঁধা প্রদান ও নানামুখী হুমকি প্রদান করেন।

তাহিরপুর থানার ডিউটি অফিসার এস আই মো. বদিউজ্জামন জানান, ধর্ষণ তৎসহ সংশ্লিষ্ট ধারায় ভিকটিম কিশোরীর অবিভাবক বাদী হয়ে সোমবার সন্ধায় থানায় মামলা দায়ের করেছেন, ওই মামলায় আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *