নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের সুনামগঞ্জে হাউস বোটে আসা ট্যুরিষ্টদের (পর্যটক) নিকট মাদক বিক্রয়ের জন্য জাদুকাটা নদীর তীরে অপেক্ষারত এক কিশোরসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকুরা হল,সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া আদর্শ গ্রামের দিলকুশ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন,তার সাথে থাকা সহযোগি ১৫ বছর বয়সী অপর এক কিশোর।

সোমবার সকালে জেলার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর একটি চৌকস টিম এলাকাবাসীর দেয়া তথ্যের ভিক্তিত্বে বিদেশি মদের চালানসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। সোমবার সন্ধায় তাহিরপুর থানার দায়িত্বশীল অফিসার এমন তথ্য নিশ্চিত করেন।

থানা পুলিশ আরো জানায়,বিদেশি মদের চালান সহ গ্রেফতার দেলোয়ার ও আইনের সাথে সঙ্গাতপূর্ণ কিশোরের নামে সোমবার দুপুরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
