!!  বিশেষ প্রতিবেদন   !! গোপালগঞ্জ জেলা  বিএনপির সংবাদ সম্মেলন  !!  ১৬ জুলাইয়ের ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ !! ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ উত্তোলন !! ৯৫ জন বন্দীকে যশোর ও পিরোজপুর কারাগারে প্রেরণ !! 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচীকে কেন্দ্র করে সহিংস ঘটনার প্রতিবাদে ২১ জুলাই সোমবার  গোপালগঞ্জ জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।


বিজ্ঞাপন

জেলা বিএনপি সকাল ১১ টায় জেলা বিএনপির কর্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১৬ জুলাই হামলা সংঘর্ষ,  আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা  ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি করার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।


বিজ্ঞাপন

জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজজামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট আবুল খায়ের স্বাক্ষরিত লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।


বিজ্ঞাপন

তারা লিখিত বক্তব্যে  গত ১৬ জুলাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য দ্বারা এনসিপির সমাবেশে হামলা এবং সরকারি সম্পদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলায় নিরিহ ব্যক্তিদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করার আহ্বান জানান ।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জান, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের জেলা বিএনপির সদস্য কে এম ডাক্তার বাবরসহ জেলা  উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৬ জুলাইয়ের ঘটনায় নিহতদের ময়নাতদন্তের বিষয়ে অভিযোগ পাল্টা অভিযোগ :  গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের সহিংস ঘটনায় নিহতদের ময়নাতদন্তের বিষয়ে নিহতদের স্বজনদের অভিযোগের বিষয়ে পাল্টা অভিযোগ পাওয়া গেছে গোপালগঞ্জ সদর হাসপাতালের কতৃপক্ষের নিকট থেকে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পক্ষ থেকে ১৬ জুলাই সংঘর্ষে মৃতদের ময়না তদন্ত না করার কারণ জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে, বিবৃতিতে উদ্ভূত পরিস্থিতিতে নিহতদের ময়না তদন্ত প্রক্রিয়ায় তাদের

স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠে, আমরা বারবার থানা পুলিশ ও প্রশাসনের যোগাযোগে ব্যর্থ হই, সে সময়ে হাসপাতাল কম্পাউন্ডে পুলিশী নিরাপত্তা ছিল না, উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ কর্তৃপক্ষক ব্যস্ত থাকায় আমাদের ডাকে সাড়া দেওয়া সম্ভব ছিল না।

হাসপাতাল কর্তৃপক্ষের অসহায় পরিবেশে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় নিহতদের উত্তেজিত স্বজনেরা লাশ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায়।

ছয়দিন পর ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ কবর থেকে উত্তোলন : গত ১৬ জুলাই গোপালগঞ্জ এনসিপির কর্মসূচীকে কেন্দ্র করে স্থানীয়  আওয়ামী লীগ ও ছাত্র লীগের  সংহিসতার সময় পুলিশের সাথে সংঘর্ষে  ৫ জন নিহত হন। নিহতদের কোন সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত না করে দাফনকাজ সম্পন্ন করা হয়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমসহ নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে আজ আদালতের নির্দেশে ছয়দিন পর নিহত পাঁচজনের মধ্যে তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য  উত্তোলন করা হয়ছে।

ময়নাতদন্তের জন্য ৬ দিন পর আজ  ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে পুলিশ গোপালগঞ্জ কবরস্থান হতে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ উত্তোলন করেছেন। এরপর  টুংগীপাড়া থেকে নিহত সোহেলের লাশ উত্তোলন করে তিনটি লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

কারাগারে জায়গায় না থাকায় ৯৫ জন বন্দীকে যশোর ও পিরোজপুর কারাগারে প্রেরণ  : গোপালগঞ্জ জেলা  কারাগারে বন্দীদের জায়গা সংকুলান না হওয়ায় আজ সোমবার ২১ জুলাই ৯৫ জন বন্দীকে যশোর ও পিরোজপুর কারাগারে প্রেরণ করেছে জেল কতৃপক্ষ। জানা যায় গোপালগঞ্জ কারাগারে ধারন ক্ষমতার চেয়েও তিনগুণ বন্দী রয়েছে।

গাদাগাদি করে কোন রকম বন্দীদের জায়গা দেয়া হয়েছে। প্রতিদিন নতুন নতুন গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হচ্ছে। এ কারনে বিভিন্ন কারাগারে বন্দী প্রেরণ করছে জেল কতৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *