নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত সোমবার ২৮ জুলাই, সন্ধ্যায় ঢাকা জেলার ধামরাই থানাধীন সূয়াপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার এজাহারনামীয় আসামী ও মূল হোতা সেলিম (৪৩) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২১ জুলাই ২০২৫ রাত ২০.৩০ ঘটিকার সময় ধামরাই থানার পাকিস্থান বাজারে ডাকাতি করাকালে ০৮ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ স্থানীয় জনগণ কর্তৃক আটক হয় এবং কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয় জনগণ থানা পুলিশকে জানালে পুলিশের টহল টিম ঘটনাস্থলে হাজির হয়ে আসামীদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদে তাদের নেতা পলাতক আসামী মোঃ সেলিম (৪৩) সহ অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা রুজু করা হয়।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। মামলার পরপরই র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে ঢাকা জেলার ধামরাই থানাধীন সূয়াপুর দক্ষিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেলিম (৪৩) কে গ্রেফতার করে।
উক্ত আসামীকে গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছুরি, ১টি দা, ১টি খুর ও ডাকাতির কাজে ব্যবহৃত ১ সেট পোষাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।