বাগেরহাটের  শরণখোলায় রেজা সভাপতি ও মিরু কে সাধারণ সম্পাদক করে উপজেলা ভূমি কমিটি গঠন

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :  বাগেরহাটের শরণখোলায় ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় উপজেলা ভূমি কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ১৯ আগষ্ট,  সকাল ১০ টায় অগ্রদূত ক্লাব মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রশিদ জোমাদ্ধার এর সভাপতিত্বে ৩০ জন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা কে সভাপতি ও রূপান্তরের শরণখোলা শাখার প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন মিরুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য একটি কার্যনির্বাহী উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন

সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উন্নয়ন সংস্থা উত্তরণের ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোছা: নাজনীন নাহার। সভায় ভূমি কমিটির প্রেক্ষাপট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান।


বিজ্ঞাপন

তিনি ভূমি কমিটির গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন। তিনি বলেন ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। উত্তরণ প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিহীন মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করছে।

উত্তরণ শ্রেনী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী। ভূমিহীনদের খাস জমির অধিকার আন্দোলনের জলন্ত উদাহরণ ১৯৭৭ সালের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার আন্দোলন।

সভায় ২৯ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং আলাপ আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাওসার আকন, সেলিম শরীফ,জেসমিন সুলতানা, যুগ্ম সাধারণ শাখাওয়াত ফকির,আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক-মোঃ ইলিয়াস হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম সুমন।

আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এম. এ ওয়াদূদ মুক্তা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুপুর রানী দাশ, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক নইন আবু নাঈম তালুকদার, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক-রতন কুমার দাশ, অফিস ও ডকুমেন্টশন বিষয়ক নাজনীন নাহার।

কার্যনির্বাহী সদস্য- ফজলুল হক তালুকার, আঃ রশিদ জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও মোঃ দুলাল ফরাজী।এছাড়া এ কমিটিতে তিনজন উপদেষ্টাও রয়েছেন এরা হলেন শরলখোলা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আলিম আল রেজা, বাংলা বিভাগের প্রভাষক সারমিন সুলতানা ও ডিএন কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল হাসান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *