দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আজ  মঙ্গলবার ১৯ আগস্ট,  বিকেলে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা যুবদল সদস্য মোঃ আক্কাস আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু বক্কর সুমন, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মাসুদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন সরকার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ সংস্কৃতি রক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার এক গুরুত্বপূর্ণ উপায়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়বে। খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *