নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির সাংবাদিক আতিকসহ ২ জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। ২০ আগষ্ট ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বাদী হয়ে মামলা টি দায়ের করেন সদর উপজেলার বেরমহল হাসান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী ইন্দু।

মামলা নং সিআর ৫৪০, ধারা ৪৯৯, ৫০০, ৫০১ ও ৫০২ পেনাল কোড। মামলা সূত্রে জানা যায়, দৈনিক শতকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আতিকুর রহমান আতিক ও অপর আরেক সাংবাদিক কল্পনা রানী ইন্দুর মান ইজ্জত ও সম্মান নষ্ট করার কুমানষে মানহানিকর বিদ্বেষপূর্ণ মিথ্যা নিউজ পত্রিকায় প্রকাশ করে সম্মান ও সুখ্যাতি নষ্ট করেছে।
বাদীনি কল্পনা রানী ইন্দু বলেন, প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নিকট থেকে জনৈক রিপন শীলের লোন গ্রহণের জামিনদার হিসেবে একখানা চেক ইস্যু করেন। রিপন শীল লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে চেক দাতার (জামিনদারের) নামে প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ঝালকাঠি আদালতে এন.আই এক্টে একটি মামলা দায়ের করেন।

কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার মানে সাংবাদিক আতিক ও অপর আরেক সাংবাদিক প্রতারনা ও ধান্ধাবাজি করার জন্য প্রধান শিক্ষক কল্পনা রানী ইন্দু গ্রেফতার হয়েছে মর্মে ছবি দিয়ে তাদের মিডিয়ায় নিউজ প্রকাশ করে । এতে প্রধান শিক্ষক এর সম্মান হানি ও সুনাম নষ্ট হয়েছে।

ঝালকাঠি শহরে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, আতিকের নামে ইতিপূর্বে আরো একাধিক মামলা হয়েছিল এবং সে জেলও খেটেছে। এছাড়াও সে ইতিপূর্বে প্রতিপক্ষের আঘাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। সাংবাদিক আতিক জানায়, এ মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে খোঁজ খবর নিয়ে পরে জানাবেন।
মামলার আইনজীবী আল আমিন জানান, বাদী কল্পনা রানী ইন্দু এর কথিত অভিযোগের ভিত্তিতে আজ ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মানহানি মামলা টি দায়ের করা হয়েছে। মামলায় আতিকসহ ২ জনকে আসামি করা হয়েছে।