আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গ্রীসের রাজধানী অ্যাথেন্সে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুদীপ ঘোষ (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদশে সময় রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরো এক আরোহী মারা গেছেন বলেও জানা গেছে। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা।

এদিকে তার মৃত্যুর খবর রাতে বাড়িতে পৌছানো হলে পরিবারের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। সন্তান হারা শোকে স্তব্ধ হয়ে যান মাসহ পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘোষপাড়ার বাসিন্দা দুলাল ঘোষ জয় নামে এক যুবক জানান, সুদীপ মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

কাজে যাওয়ার পথে তাকে বহনকারি মোটরসাইকেল একটি খুঁটিতে ধাক্কা লাগলে তিনি প্রাণ হারান। বুধবার গভীর রাতে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান ।দুলাল ঘোষ আরো জানান, ভাগ্য বদলের আশায় আজ থেকে প্রায় ১৪ বছর আগে সুদীপ ঘোষ বিদেশে যায়।

সেখানে দীর্ঘদিন ধরে অ্যাথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। বিদেশে থাকা অবস্থায় প্রায় এক যুগ আগে বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন।
বাবার শ্রাদ্ধ করতে গত ৩ মাস আগে সুদীপ সর্বশেষ দেশে আসেন। পরিবারে সুদীপের মা, স্ত্রী, ছোট কন্যা সন্তনসহ কাকার পরিবারের লোকজন রয়েছেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায়।