আখাউড়ায় ম্যারাথন অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত’ আখাউড়া গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

আখাউড়া রানিং কমিউনিটি এ আয়োজন করে। পুর্ব আকাশে সূর্য উঠার আগেই উপজেলা শহীদ স্মৃতি কলেজ মাঠে এক এক করে হাজির হতে থাকেন দৌঁড়বিদরা। এই ম্যারাথন দৌড়ে দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা ৩শ জন প্রতিযোগি অংশ নেন। এর আগে দৌড়বিদরা রেজিস্ট্রেশন করেন।

বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।  সকাল সাড়ে ৫টায় শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে শুরু হওয়া দৌঁড় সকাল ৮ টায় একই স্থানে এসে শেষ হয়। দৌড়বিদরা সে সড়ক দিয়ে দৌড়ে গেছেন সড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ লোকজনরা তাদেরকে উৎসাহ দিয়েছেন।


বিজ্ঞাপন

আয়েজকরা জানান, নির্ধারিত সময় ভোর সাড়ে পাঁচটায় উদ্বোধনের পর দুই ক্যাটাগরিতে দৌড় শুরু হয় এম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক দিলারা আক্তার খান। ফুল ম্যারাথন ১০ কিলোমিটার ও হাফ ম্যারাথন ৫ কিলোমিটার এই  দুই বিভাগে মোট ৩০০ জন দৌড়বিদ অংশ নেন।


বিজ্ঞাপন

তাদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী, চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত ছিল। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহনকারিরা উপজেলা-কলেজপাড়া-নারায়ণপুর-খালাজোড়া-আনোয়ারপুর রোড-কল্যাণপুর-চানপুর পথে পাঁচ কিলোমটার গিয়ে একই পথে ফিরে আসেন।

পাঁচ কিলোমিটারে অংশগ্রহনকারিরা কলেজপাড়া-নারায়ণপুর-খালাজোড়া-আনোয়ারপুর রোডে আড়াই কিলোমিটার গিয়ে ফিরে আসেন। পরে বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেওয় হয়।  দুই ক্যাটাগরিতে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। তাছাড়া অংশগ্রহনকারি সবাইকে মেডেলও টি-শার্ট দেওয়া হয়।

অংশগ্রহণকারী দৌড়বিদ দুলাল ঘোষ জয় জানান, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের  বিকল্প নেই। যুব সমাজকে মাদকসহ সকল অবক্ষয় থেকে বাঁচাতে সব সময় এমন আয়োজন করা উচিত।

ম্যারাথনে অংশ নেওয়া মইনুল বলেন, “আখাউড়া ম্যারাথনে পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে খুশি হব। আয়োজনটি সুন্দর হয়েছে।  যারা এ আয়োজনটি করেছেন তাদেরকে  ধন্যবাদ জানাই।

আখাউড়া রানিং কমিউনিটির আয়োজকদের অন্যতম মো. রুবায়েদ খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এ প্রতিযোগিতা। এর মাধ্যমে আমরা সমাজে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের আয়োজন সফল হয়েছে। আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখা প্রতিযোগিরা বেশ আনন্দের সঙ্গে এতে অংশ নিয়েছে।

আখাউড়া রানিং কমিউনিটির প্রধান উপদেষ্টা কাউসার হোসেন ভুইয়া বলেন, “আয়োজনে দৌড়বিদদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে।” তিনি সুন্দর এ আয়োজনে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *