গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলের ক্লাসরুমে হঠাৎ বিষাক্ত গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৮ জন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :   গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ কীটনাশকের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন ভবনের দ্বিতীয় তলায় গণিত ক্লাস চলাকালে জানালা দিয়ে বিষাক্ত  দুর্গন্ধ ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে এবং কয়েকজন শ্বাসকষ্টে মাটিতে লুটিয়ে পড়ে।

প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকরা ১০-১২ জনকে চিকিৎসা দেন এবং গুরুতর অবস্থায় আটজনকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন—ঝিলিক বৈদ্য (১৪), আব্দুল্লাহ খন্দকার (১২), স্মৃতি (৯), ঝুমা বাড়ৈ (১৩), রোদেলা (১৪), রিয়ান্তা মীর (১৬), রিতা হালদার (১৪) ও সুপ্রিয়া খানম (১২)।
প্রধান শিক্ষক মেরী দেরাবতী জানান, দুর্গন্ধের উৎস খুঁজে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, “শিক্ষার্থীরা মূলত শ্বাসকষ্ট ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবজারভেশনে রাখা হয়েছে। এখন আশঙ্কার কিছু নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *