ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা রোভার স্কাউট নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রোভারের ঝালকাঠি জেলা কমিশনার আইয়ূব আলী তালুকদার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুঃ শফিকুল ইসলাম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুলইসলাম বাচ্চু, সাউথ বেঙ্গল রোভার স্কাউট এর যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোসলেম আলী সিকদার, আমুয়া কলেজের লায়লা আরজুমান বানু।

এছাড়াও উপস্থিত ছিলেন একেএম শহীদুল ইসলাম, মোঃ ফেরদৌস হোসাইন, মোঃ রেদোয়ান হোসেন, মোঃ রাসেল রানা, তাওহীদ আল ইসলাম, মোঃ বশির উল্লাহ প্রমুখ।
সভায় আর এস এল দের নেতৃত্বে নতুন সদস্যদের সমন্বয়ে ইউনিট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা র সভাপতি জেলা প্রশাসক বলেন, যখন রাস্তায় পুলিশ ছিল না, তখন রোভার ও বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ভলান্টিয়ারগণ যানজট মুক্ত রাখতে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রে এরকম একটি টিম প্রস্তুত থাকা ভালো। ক্রাইসিস মুহূর্তে এরা দেশ সেবায় নিয়োজিত হয়। তিনি প্রতিটি প্রতিষ্ঠানে রোভার স্কাউটের ইউনিট খোলার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, স্কাউট শিক্ষার্থীদের ভালো কিছু শিক্ষা দেয়। স্কাউট এর মাধ্যমে দেশের সেবা করার একটি ভালো সুযোগ রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযানে স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
