ঝালকাঠি প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারদের মধ্যে সনদ প্রদান করেছে বাংলাদেশ স্কাউট।

ট্রাফিক ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অবদান রাখায় স্কাউটার রিয়াজুল ইসলাম বাচ্চু এর হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট সভাপতি মোঃ আশরাফুর রহমান।
আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলা রোভার স্কাউট নির্বাহী কমিটির সভায় তালিকা ভুক্তদের মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোভারের জেলা সম্পাদক মোহাম্মদ মাসুম।

একসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা রোভার কমিশনার ও জেড এ ভুট্টো কলেজের অধ্যক্ষ আইয়ূব আলী তালুকদার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুঃ শফিকুল ইসলাম, জেলা রোভার স্কাউট এর যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম।