বাগেরহাটের শরণখোলায় ভূমিদস্যু কর্তৃক প্রতিষ্ঠানের হোস্টেল ও শিক্ষক কোয়াটার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  : বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হোস্টেল ও শিক্ষক কোয়াটার ভূমিদস্য কর্তৃক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, বিকেল চারটায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ছাত্রাবাস ফিরে পাওয়ার দাবিতে ২ সেপ্টেম্বর সকালে মানববন্ধন করতে গেলে স্কুলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ভূমিদস্যু মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেল দেশীয় অস্ত্র দিযে তার  সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়ে ২০ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রীকে আহত করে

।এদের মধ্যে পাঁচজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে চিকিৎসকরা।


বিজ্ঞাপন

লিখিত অভিযোগে প্রধান শিক্ষক আফজাল হোসেন মালিক আরো বলেন রাসেলের দাদার কাছ থেকে স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন ১৯৯৪ সালে ৮৬ শতক জমি ক্রয় করে।


বিজ্ঞাপন

এছাড়া গত বছরের  ৫ আগস্ট,  রাত বারোটার দিকে রাসেল ও তার সঙ্গীরা ছাত্রাবাস ও শিক্ষক কোয়ার্টারে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে এবং শিক্ষক ও তার পরিবারের লোকজনকে আহত করে। এছাড়া রাসেল আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লুটপাট ও ভাঙচুরের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে তিনি তার প্রতিবাদ জানান।

এব্যাপারে কলেজ শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেলের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় না


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *