নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মামা স্বর্গীয় শ্রীরাম চন্দ্র সরকার (শ্রীরাম মিস্ত্রি) এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত। গেলো ৯ সেপ্টেম্বর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন সুলতানাবাদ ইউনিয়নস্থিত কোয়রকান্দি বায়েন বাড়ীতে তাঁর নিজ বাসায় পালিত হয়।

তদুপলক্ষে স্মরণ সভা, হরিসভা ও ধর্মীয় কীর্তন শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ যে, শ্রীরাম চন্দ্র সরকার ২০১৮ সালের ১৫ আগস্ট তার বড় ছেলের শ্বশুর বাড়ী গজারিয়া (সুলতানপুর) যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় চান্দিনা হাঁড়ি খোলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রথমে কুমিল্লা মুন হসপিটালে পরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন (ওঁ দিব্যান্ লোকান স গচ্ছতু)।

তিনি মৃত্যুকালে শুক্লা রাণী সরকারকে স্ত্রী এবং শ্যামল চন্দ্র সরকার, অমল চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার ও পুজন চন্দ্র সরকারকে চার পুত্র এবং শিল্পী রাণী সরকার ও বিথী রাণী সরকারকে দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
