বিদেশে পড়াশোনার সুযোগ তৈরিতে টিসিএল গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৫ আয়োজন

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিদেশে পড়াশোনার পথ সহজ করতে রাজধানীতে আয়োজিত হচ্ছে “টিসিএল গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৫”। আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি ছাত্রছাত্রীদের সেবায় কাজ করা প্রতিষ্ঠান টিসিএল গ্লোবাল এই বিশেষ আয়োজনের উদ্যোক্তা।


বিজ্ঞাপন

আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকার বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই এক্সপো অনুষ্ঠিত হবে। এখানে ছাত্রছাত্রীরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি দেখা করতে পারবেন। তারা ছাত্রছাত্রীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে পরামর্শ দেবেন এবং তাদের প্রশ্নের উত্তর দেবেন।

এক্সপোতে উপস্থিত ছাত্রছাত্রীরা ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার কোর্সে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন সহায়তা এবং ফ্রি ডুওলিঙ্গো টেস্ট ভাউচার পাবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ছাত্রছাত্রীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারবেন যেখানে এমওআই গ্রহণযোগ্য।


বিজ্ঞাপন

এই আয়োজনে ছাত্রছাত্রীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে দ্রুত অফার লেটার পাওয়ার সুযোগ পাবেন এবং ১০০% স্কলারশিপের সুবিধাও রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ কাউন্সেলররা ছাত্রছাত্রীদের পড়াশোনার গ্যাপ পূরণে বিশেষ পরামর্শ দেবেন।


বিজ্ঞাপন

সারা বিশ্বের ২৪টি অফিসের মাধ্যমে এ পর্যন্ত ৬০,০০০-এর বেশি ছাত্রছাত্রীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে টিসিএল গ্লোবাল।

প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি একটি আধুনিক মোবাইল অ্যাপও চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা কোর্স ও দেশ খুঁজে বের করতে পারবেন, কাগজপত্র আপলোড ও প্রোফাইল তৈরি করতে পারবেন এবং আবেদনের আপডেট পাবেন সাথে সাথে। এছাড়াও ছাত্রছাত্রীরা কাউন্সেলরদের সাথে সরাসরি চ্যাট করার সুবিধাও পাবেন।

টিসিএল গ্লোবালের মহাপরিচালক এসএম সালাহউদ্দিন বলেন, “আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক শিক্ষা গ্রহণ হওয়া উচিত সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত। এই এক্সপো ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। আমরা এটি এমনভাবে পরিকল্পনা করেছি যাতে সাধারণ বাধাগুলো সরিয়ে ছাত্রছাত্রীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ছাত্রছাত্রীরা এখন চীনে কম খরচে এমবিবিএস পড়ার সুযোগও পাবেন, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *