মো : হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে । এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ২ কেজি গাঁজা ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে মো: ইয়াকুব মিয়া, মোগড়া বাজার এলাকার মৃত রাম কুমার রবি দাসের ছেলে মতিলাল রবি দাস, খলাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফারুকুল ইসলাম, পৌর শহরের টানপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো: শিমুল। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বুধবার রাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ২ কেজি গাঁজা ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনমূল্যে মাদকসহ অপরাধ নির্মূল করা হবে।
