ফরিদপুরের  চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি (ফরিদপুর) :  ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের ইপিআর কর্মসূচীর আওতায় আগামী ১২ অক্টোবর থেকে উপজেলায় টাইফযেড জ্বর প্রতিরোধক টিকাদান কর্মসূচী শুরু হবে। উপজেলার প্রতিটি ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু কিশোরদের বীনামূল্যে এক ডোজ টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে। আর এ টিকাদান কর্মসূচীকে সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক অরিয়েন্টেশন সভার আয়োজন করেন।


বিজ্ঞাপন

এ অরিয়েন্টেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ টিকাদান কর্মসূচীটি সফল করতে অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম মোল্যা প্রমূখ।

জানা যায়, এ বছর টাইফযেড টিকা পেতে প্রতিটি শিশুর জন্য জন্ম নিবন্ধন কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি শিশুকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তাই উপজেলার সকল শিশুকে জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য সভায় বিশদ আলোচনা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *