ফরিদপুরের চরভদ্রাসনে গণমাধ্যমকর্মীদের নৌকাভ্রমণ ও পিঠা উৎসব মিলনমেলায় পরিণত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিনোদন বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ফরিদপুর) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক আনন্দঘন নৌকাভ্রমণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। “আনন্দ ভ্রমণ ২০২৫” শিরোনামের এই ব্যতিক্রমী আয়োজনটি গতকাল (১০ সেপ্টেম্বর) বিকেলে পদ্মা নদীর বুকে একটি বিশেষ নৌকায় অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

আয়োজনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা জানান, এটি ছিল তাদের জন্য কর্মব্যস্ত জীবনের বাইরে এক ভিন্ন অভিজ্ঞতা। এই মিলনমেলায় উপজেলার গণমাধ্যমকর্মীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের সুযোগ পান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবুল কালাম, লিয়াকত আলী লাভলু, আসলাম বেপারী, এম এম সাইফুর রহমান উজ্জ্বল, আব্দুস সালাম মোল্লা, সাজ্জাদ হোসেন সাজু, মোঃ মোস্তফা, আহমদ আল ইভান এবং কুমারেশ পোদ্দারসহ আরও অনেকে।


বিজ্ঞাপন

আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার। গণমাধ্যম কর্মীদের মাঝে পরিবেশন করা হয় সুস্বাদু চিতই পিঠা, হাঁসের মাংস এবং ধনিয়ার পাতা বাটা, যা সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।


বিজ্ঞাপন

এই ধরনের একটি সুন্দর মিলনমেলার আয়োজন করায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

এই নৌকা ভ্রমনের সমস্ত আর্থিক ব্যয় বহন করেন আবুল কালাম, এবং সার্বিক সহযোগিতা করেন লিয়াকত আলী লাভলু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *