আখাউড়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে গাজীপুরের চাঞ্চল্যকর আনিসুর রহমান হত্যার ঘটনায় প্রধান আসামি ভাগ্নে সৌরভ হাসান রুদ্রকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। মামাকে খুন করে ট্রেনে করে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেলওয়ে পুলিশ এ তথ্য জানায়। গ্রেফতার সৌরভকে গাজীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

এরআগে শুক্রবার ভোরে রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনেটি যাত্রা বিরতি দেয়। ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,গত  ১০ সেপ্টেম্বর গাজীপুরের ভবানীপুর এলাকায় এ হত্যাকান্ড ঘটে। পারিবারিক কলহের জেরে সৌরভ বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মামাকে গুরুতর আহত করে।


বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


বিজ্ঞাপন

অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় মামলা হয়। হত্যাকান্ডের পর সৌরভ পালিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকা মেইল ট্রেনে উঠে পালানোর চেষ্টা করছিল। পরে তাকে গাজীপুর থানায় হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *