গোপালগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ; আমির মামুনুল হক ঘোষণা করলেন “খিলাফতের বাংলাদেশ” গঠনের লক্ষ্যমাত্রা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ পৌরপার্কের উন্মুক্ত পার্ক প্রাঙ্গণে ১৩ সেপ্টেম্বর শনিবার  দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হলো বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সমাবেশ। সমাবেশে সদর উপজেলা, কোটালীপাড়া, মুকসুদপুর, টুংগীপাড়া, কাশিয়ানী ও পার্শ্ববর্তী জেলার সহস্রাধিক সমর্থক ও নেতৃবৃন্দ মিছিল হিসাবে অংশগ্রহণ করেন। বিকাল তিনটায় প্রধান সমাবেশ শুরু হয়।


বিজ্ঞাপন

জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শরীফ সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সদস্য কারী হুসাইন আহমেদ, মাওলানা শামসুল হক ফরিদপুরী, হাফেজ মাওলানা মুফতি মুর্তজা হাসান, গোপালগঞ্জ জেলা উপদেষ্টা মাওলানা নুরুল হক, মাওলানা ইব্রাহিম এবং আলোচক মাওলানা নাসির আহমেদ যুক্তিবাদী সহ অনেক সাংগঠনিক ও জেলার নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না খেলাফত মজলিস; দেশের রাষ্ট্রীয় গঠন ও পরিচালনা ইসলামী চিন্তাধারার ওপর ভিত্তি করে গড়ে তোলা হবে এবং সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তিনি দুর্নীতি ও অর্থপাচার নির্মূল করার প্রতিশ্রুতি দেন — “ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে; দুর্নীতিবাজদের এই রাষ্ট্রে স্থান থাকবে না।


বিজ্ঞাপন

দেশের অর্থ জনগণের কল্যাণে ব্যবহার হবে, কোনো ট্যাক্স বা অর্থ ব্যক্তিগত পকেটে যাবে না; বিদেশে অপ্রয়োজনীয় ভোগবস্তু কেনা বা সুইস ব্যাংকে টাকার পাচার চলবে না,” তিনি আরও বলেন।


বিজ্ঞাপন

মামুনুল হক ভবিষ্যৎ নির্বাচনে ইসলামিক দলগুলোর সমন্বয় ও পরিচয়ের ওপর জোর দিয়ে বলেন, আগামী নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামিক দেশের জন্য ভোট দিবে এবং সকল ইসলামিক সংগঠনের একটি যৌথ মার্কা গড়ার প্রস্তাব উল্লেখ্য করে তিনি বলেছেন — “রিক্সা মার্কা” হবে। তিনি বলেন, গোপালগঞ্জের মানুষ ঐতিহ্যগতভাবে নৌকা সমর্থক হলেও এবার তারা রিকশাকেই বেছে নেবে বলে তার দৃঢ় প্রত্যাশা।

সমাবেশে জেলা শাখার সহ-সভাপতি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ মুফতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মাসুদ খানসহ জেলা ও উপজেলার আরও অনেকে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *