সিআইডির দ্রুত তদন্তে ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাতির রহস্য উদ্ঘাটনসহ  ডাকাত সর্দার গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (গাজীপুর) :  গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত বড় ধরনের ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে মূল আসামি গ্রেফতার করেছে সিআইডি। শনিবার ৪ অক্টোবর, রাত ১টা ৩০ মিনিটে ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নাম্বার রোড এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট।


বিজ্ঞাপন

ঘটনা ও তদন্ত :  গত ২ অক্টোবর গভীর রাতে ধীরাশ্রম এলাকার বাসিন্দা মো. আব্দুল সোবহানের বাড়িতে হামলা চালায় একটি সংঘবদ্ধ ডাকাত দল। ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা ও লোহার রডসহ সজ্জিত ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়। তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৭৬ হাজার ৫৭৫ টাকার মালামাল লুট করে এবং পরিবারের সদস্য ও ভাড়াটিয়াদের শারীরিকভাবে আঘাত করে।  ঘটনার পর গাজীপুর সদর থানায় মামলা (নং ০৪(১০)২০২৫) রুজু হয়। মামলার ছায়া তদন্ত হাতে নেয় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট, সিআইডি এলআইসির সহযোগিতায়।

গ্রেফতার ও উদ্ধারকৃত মালামাল : বিশেষ অভিযানে ডাকাত সর্দার মনিরকে গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়—ডাকাতির লুণ্ঠিত একটি মোবাইল ফোন, ৬টি ককটেল, ১১টি টর্চলাইট এবং একটি কাটার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


বিজ্ঞাপন

মনিরের বিরুদ্ধে পূর্বের মামলা : গ্রেফতার হওয়া মনিরের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া দুটি মামলা রয়েছে—১) আড়াইহাজার থানার মামলা নং ০১ (তারিখ: ০২/০৬/২০০৭), ধারা ৩৭৯/৪১১ দণ্ডবিধি। ২) ডিএমপি সবুজবাগ থানার মামলা নং ২৬ (তারিখ: ২০/০৭/২০১৭), ধারা :  ১৪৩/৪২৭/৪২৮/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/৩৪ দণ্ডবিধি।


বিজ্ঞাপন

পরবর্তী ব্যবস্থা : গ্রেফতারকৃত মনিরকে রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে তার সহযোগী অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘবদ্ধ অপরাধ দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *