ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার , ১০ অক্টোবর, বিকেলে জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সস সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মানিক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্নু খান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা, ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হক নান্নু বলেন, খেলা ধুলা শরীর ও মন ভালো থাকে। যুবসমাজকে খেলাধুলা চর্চা করতে হবে। মাদক ও নেশা থেকে খেলাধুলা যুবসমাজকে রক্ষা করতে পারে। আরাফাত রহমান কোকো একজন খেলাধুলা প্রেমী লোক ছিলেন।
