বংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ (NCJS) পরিদর্শন 

Uncategorized আইন ও আদালত আন্তর্জাতিক প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ (যিনি পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (JATI) এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন) গত ৮ অক্টোবর,  মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ (NCJS) পরিদর্শন করেন। এই সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


বিজ্ঞাপন

সফরকালে প্রধান বিচারপতি মিশর বিচার বিভাগের উচ্চপদপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান মিশরের সুপ্রীম কনস্টিটিউশনাল কোর্টের  উপপ্রধান বিচারপতি, মহামান্য কাউন্সেলর Dr. Mohamed Emad El-Naggar (ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার)।


বিজ্ঞাপন

আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।


বিজ্ঞাপন

এ সময় মিশরে বাংলাদেশের  রাষ্ট্রদূত  সামিনা নাজ,  প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। এই ঐতিহাসিক সফরের ফলশ্রুতিতে JATI এবং NCJS যৌথ প্রশিক্ষণ কর্মসূচিএবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।

এই সফর বাংলাদেশের বিচার বিভাগীয় উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বিচারক ও আদালতের কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *