শাহজালাল বিমানবন্দরে ৬০ স্বর্ণবার উদ্ধার

অন্যান্য রাজধানী

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম ৬০ টি স্বর্ণবার আটক করেছে যার ওজন ৬ দশমিক ৯০০ কেজি।যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।


বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মাহফুজুর রহমান।


বিজ্ঞাপন

তিনি জানান, কাস্টম হাউসে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারী বাড়ায়। এরপর সকালে দুবাই থেকে আসা EK-582 ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০ টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬ দশমিক ৯০০ কেজি এবং এর বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।