অভিনব কায়দায় প্রতারণা

অপরাধ সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি : সূত্রঃ শিবচর থানার মামলা নম্বর ১২ তারিখ ০৬/১২/২০২০ ধারা ৪০৬/৪২০/৩৪ পেনালকোড।
ভুয়া ফেইজ বুক আইডির মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে এগারো লাখ টাকা আত্মাসাত এর মামলার এজাহার বর্নিত গ্রেফতার কৃত আসামী রাব্বি হাসান মেহেদীর কাঃবিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
গতকালের ধারা বাহাহিকতায় গ্রেফতার কৃত আসামী রাব্বি হাসান মেহেদী (২৬) পিতা মৃত রফিকুল ইসলাম সাং খোজাপুর থানা মতিহার জেলা রাজশাহী। ঘটনার বিষয় বিস্তারিত বর্ণনা করে বিজ্ঞ আদালতে কাঃবিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দি তে এজাহার বর্নিত আসামি কয়েস এর কথা মতো বিভিন্ন ব্যাংকে একাউন্ট খোলে ও উক্ত একাউন্টে বিভিন্ন সময়ে এগারো লাখ টাকা আসে বলে স্বীকার করে। এছাড়া এজাহার বর্নিত অপরাপর সহযোগী গণ ফেইসবুকে টার্গেট এর সাথে বন্ধুত্ব করে। কাস্টম অফিসার সেজে দামী জিনিস দেয়ার অজুহাতে টাকা হাতিয়ে নেয়। অন্যান্য সহযোগীরা ডেলিভারি বয় সাজে।এবং কখনো কখনো বিদেশি US Army Officer পরিচয় দেয়। মামলার অপরাপর আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে।


বিজ্ঞাপন