দুদকের অভিযান

অপরাধ আইন ও আদালত

 

নিজস্ব প্রতিনিধি : বিএসটিআই -এর মান নিয়ন্ত্রণ গাইডলাইন না মেনে নিম্নমানের তেল পরিশোধন করে বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, বাগেরহাটের মোংলায় অবস্থিত পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠানটি যথাযথ মান বজায় না রেখেই তেল পরিশোধন করে খোলাবাজারে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) –এর নিকট নিম্নমানের তেল বিক্রয় করছে। এতে সরকার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরদিকে নিম্নমানের জ্বালানি ব্যবহারের ফলে যানবাহন ও অন্যান্য যন্ত্রপাতির আয়ুষ্কাল হ্রাস পাচ্ছে। তৎপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ এবং উপসহকারী পরিচালক নীলকমল পাল -এর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম কর্তৃক গতকাল (০৯-১২-২০২০ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। টিম অভিযোগের বিষয়ে বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড কর্তৃক বিক্রয়কৃত তেলের নমুনা সংগ্রহ করে বিএসটিআই বরাবর প্রেরণ করে। সংগৃহীত নমুনাসমূহের মানের বিষয়ে বিএসটিআই কর্তৃক প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে টিম অভিযোগের বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে। অপরদিকে উক্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য দুদক এনফোর্সমেন্ট ইউনিটের দুই কর্মকর্তা কর্তৃক পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড -এর রাজধানীস্থ রোকেয়া সরণিস্থ কার্যালয়েও অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

এছাড়া বরগুনায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে এবং কিশোরগঞ্জে জরিপ কাজ বাস্তবায়নের টেন্ডারে দ্বিগুণ বিল দেখিয়ে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে যথাক্রমে পটুয়াখালী জেলা কার্যালয় এবং ময়মনসিংহ জেলা কার্যালয় হতে অপর ২টি অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন