শ্রীলংকায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
জানা যায়, শেখ সেলিমের মেয়ে, মেয়ে জামাই ও তাদের দুই শিশু সন্তান শ্রীলংকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানেই গতকাল রবিবার সকালে সিরিজ বোমা হামলার ঘটনার শিকার হয় পরিবারটি।
এর আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। ব্রুনেই সফরে গিয়ে সেখানে বাংলাদেশি কমিউনিটির একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ’একটা দুঃখজনক ঘটনা হলো, শেখ সেলিমের মেয়ে, মেয়ের জামাই তাদের দুই বাচ্চা নিয়ে শ্রীলংকায় ছিল।’
‘তারা রেস্টুরেস্টে খাচ্ছিল। সেখানে বোমা হামলা হয়েছে। জামাইটা আহত হয়ে হাসপাতালে, বাচ্চাটার এখননো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনারা দোয়া করেন। সেখানে ভয়াবহ একটা অবস্থা।’
এদিকে জায়ান চৌধুরী রাজধানীর উত্তরার সানবিমস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে গতকাল শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২০৭ জন নিহত হয়েছেন। ৪০০ জনের বেশি মানুষ বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন।