কক্সবাজারের ফিশারি ঘাটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার বিমানবন্দরের পাশে ফিশারি ঘাটে সোমবার (২১-১২-২০২০) আনুমানিক ১৪১০ ঘটিকায় ককশিটের মাধ্যমে আগুন লেগে ভয়াবহ আগ্নিকান্ডের সৃষ্টি হলে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যৌথ প্রচেষ্টায় আনুমানিক ১৪৫০ ঘটিকায় ফিশারি ঘাটের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা আগুনে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হয়। উল্লেখ্য যে, কক্সবাজার বিমানবন্দরের ফিশারি ঘাটের অগ্নিকান্ডের দুর্ঘটনায় দুইজন স্থানীয় আটকে ছিল যাদের শরীরের অনেকাংশ পুড়ে যায়। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের পাশে রয়েছে।


বিজ্ঞাপন