নিজস্ব প্রতিনিধি : ভিকটিম মোঃ কায়সার আহাম্মেদ ও তার সৎভাইদের মধ্যে থাকা দীর্ঘদিনের জায়গা জমি সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিরোধ কে কেন্দ্র করে আক্রোশবশত পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের সৎভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় সঙ্গীয় ও অপরাপর ব্যক্তিদের সহযোগিতায়
ভিকটিম মোঃ কায়সার আহাম্মেদ (৪৫)কে গত ২৯/০৪/২০২১ তারিখ রাত অনুমান ১১:১০ ঘটিকায় প্রকাশ্যে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট কাজী মসজিদের পিছনে তাহের সওদাগরের চা পাতার গোডাউনের সামনে পাকা রাস্তার উপর ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক ভাবে ভিকটিমকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম এর নেতৃত্বে পাহাড়তলী থানা পুলিশের একটি চৌকশ দল অভিযুক্তদের গ্রেফতারের তৎপর হয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অক্লান্ত চেষ্টার ফলে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে মোঃ সাজ্জাদ হোসেন (৪২), মোঃ শওকত আলী (৪৫), হাজী মোঃ আফসার উদ্দিন (৪৭), মোঃ রকিবুল আলম (২৬) ও মোঃ সাগর (২০), মোঃ জুবাইর (২০)দেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করে।