নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক মুকুল জ্যোতি চাকমার সার্বিক তত্তাবধানে, সহকারী পরিচালক মেহেদী হাসান এর ব্যবস্থাপনায়, রমনা সার্কেল পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ৬১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগরের বাড্ডা ও হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদ(২৫) ও আপন (৩৫)কে ৬১০ (ছয়শত দশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোশারফ হোসন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দুইটি মামলা দায়ের করেন।