নিজস্ব প্রতিনিধি : ১০,০০০পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম।
কক্সবাজার জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ০১/০৫/২০২১ ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে চার ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি বাজারে অভিযান পরিচালনা করে দিদার কুলিং নামীয় দোকানের সামনে হতে মোঃ বাবুল (৪০), পিতা- সুলতান আহমেদ, সাং- তুলাতলী আমতৈলা ঘোনা, ০২ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা- টেকনাফ নামীয় একজন মাদক ব্যবসায়ীকে ১০০০০ ( দশ হাজার) পিস ইয়াবাসহ আটক করে।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোঃ বাবুলকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।