বাংলাদেশের প্রধান বিচারপতি এবং থাইল্যান্ডের নবনিযুক্ত বিচারমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ  বর্তমানে UNDP আয়োজিত Regional Convening on Judicial Leadership for Women Judges in Asia সংক্রান্ত “Shift Underway- Advancing Gender on the Bench for Sustainable Development” শীর্ষক একটি কনফারেন্সে অংশ গ্রহণের জন্য ব্যাংকক অবস্থান করছেন।


বিজ্ঞাপন

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং থাইল্যান্ডের নবনিযুক্ত বিচারমন্ত্রী (Minster of Justice) Pol. Lt. General Ruttaphon Naowarat ( রুত্তাফন নাওয়ারাত) এর মধ্যে আজ ১৫ অক্টোবর,  ব্যাংককে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি তাঁর ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ অনুযায়ী গৃহীত কার্যক্রম সম্পর্কে থাই বিচারমন্ত্রীকে অবহিত করেন।


বিজ্ঞাপন

তিনি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সংযোজনের মাধ্যমে সময়োপযোগী ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।


বিজ্ঞাপন

থাইল্যান্ডের বিচারমন্ত্রী বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগগুলোর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং থাইল্যান্ডের বিচার প্রশাসন ও আধুনিকায়নের অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনায় বিচারকদের প্রশিক্ষণ, আইন গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকটি উভয় দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

এ বৈঠক বাংলাদেশের ও থাইল্যান্ডের বিচার বিভাগের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করে, যা পারস্পরিক উন্নয়ন ও আইনের শাসন শক্তিশালীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, সফর শেষে প্রধান বিচারপতি আগামী ১৮ অক্টোবর,  দেশে ফিরবেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *