নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১ খ্রিঃ উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের নেতৃত্বে সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বরিশালে, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে, কেন্দ্রীয় শহীদমিনার থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশনমোঃ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ বরিশাল মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার নৌ পুলিশ বরিশাল মোঃ কফিল উদ্দিন, চিফ ইউনিসেফ এ এইচ তৌফিক আহমেদ, নির্বাহী পরিচালক আভাস বরিশাল রহিমা সুলতানা কাজল, ডিডি(এলজি) উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম, বরিশাল বিভাগের সর্বস্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ।