পথশিশু

সাহিত্য

 

এম এ মানিক


বিজ্ঞাপন

রাস্তার পাশে দাঁড়িয়ে পথশিশু
অনাবৃত শরীর মলিন ছেঁড়াপ্যান্ট,
বস্তা কাঁধে চলে ফুটপাতে
ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে।


বিজ্ঞাপন

লকডাউনে নিরুপায় বসে ফুটপাতে
অসহায় শিশুদের অনাহারে দিন কাটে,
ধিক্কার দেই সভ্য সমাজ ব্যবস্হাকে
কখনোই কি খোঁজ নিয়ে দেখেছে?

মলিন দেহে জরাজীর্ণ বস্ত্রে
প্রখর রৌদ্রে তপ্ত রাজপথে,
ছুটে চলেছে রিক্ত চরণে
খাবার দু’মুঠো অন্নের সন্ধানে।

ওষ্ঠাগত জীবন যেন মৃত্য-যন্ত্রনা
প্রবল শৈত্য-প্রবাহের শীতের রাতে,
ওভারব্রিজের উষ্ণতাহীন শীতল ছাদে
লাইটপোস্টের আলোয় উষ্ণতার পরশ।

শীত নিবারনের কতই না চেষ্টা
শীত বুড়ি যেন দয়াই করে না!
ক্লান্ত দেহে আসে অবসাদের ঘুম
আচমকা দেখে শহরটায় ব্যস্ততার ধুম।

জীবিকার তাগিদে পথশিশুদের
কতই না কত কষ্ট করতে হয়,
আমরা সভ্য সমাজ কি পারিনা
পথশিশুদের পাশে একটু দাঁড়াতে।