পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ,পুরাতন স্লুইস রক্ষনাবেক্ষন,  দখলমুক্ত ও বোরোধান সরাসরি কৃষকদের কাছ থেকে লাভজনক দামে ক্রয়ের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকরা অবস্থান ধর্মঘট পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।


বিজ্ঞাপন

এসময় শতাধিক কৃষকের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতি ডাল্বুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম,নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য মো.আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ।


বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন,গত আট বছর যাবৎ কৃষকরা উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও পানি উন্নয়ন বোর্ড তাতে কর্ণপাত করছে না।


বিজ্ঞাপন

বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই বর্ষা মৌসুমের আগে স্লুইসগেট মেরামত করার জোর দাবি জানান তারা l


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *