নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১১ জুন) পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তবে কবে নাগাদ এই টিকা আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এর আগে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছি টিকার জন্য। আমাদের দেশে প্রায় ১৫ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছে এবং টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছে না। আমরা জরুরি ভিত্তিতে তাদের কাছে টিকা চেয়েছি।
ইতোমধ্যে ১৬৫৪ জন বাংলাদেশি বাংলাদেশের সমস্যার বিষয়ে আমেরিকান হোয়াইট হাউজে একটি পিটিশন করেছে। আমেরিকানদের বক্তব্য হলো, বাংলাদেশে এই রোগের প্রভাব কম এবং সেজন্য তারা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে না বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জানিয়েছে আমাদেরকে টিকা দেবে তবে কবে দেবে সেটি এখনও বলেনি। তারা অ্যাস্ট্রাজেনেকা ও অন্যান্য টিকা কোভ্যাক্সের অধীনে দেবে।’
এদিকে আগামী ১৩ জুন চীন থেকে ছয় লাখ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।