প্রতারক আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু দিন যাবৎ উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার নাম-পরিচয়-ছবি ব্যবহার করে ফেক আইডি ও হোয়াটঅ্যাপ এর মাধ্যমে উক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের অনেক উদ্যোক্তাদের মিথ্যা মেসেজ দিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১২ লক্ষ নারী সদস্য এর সাথে প্রতারণা করার চেষ্টা করা হয়।
এহেন অভিযোগের ভিত্তিতে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে একটি দল উক্ত কাজে জড়িত মোঃ আহমানুল ইসলাম রাহাত নামক একজনকে গাজীপুর থেকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত তার অপরাধের কথা স্বীকার করে তার এহেন কাজের জন্য অনুশোচনা করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন