জয়পুরহাটে ৩ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : RAB 5, জয়পুরহাট ক্যাম্পের একটি অপরারেশন দল কোম্পানী কমান্ডার এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৯ জুন ২০২১ ইং তারিখ সকাল ০৬:৪০ হতে ০৮:৩০ ঘটিকা পর্যন্ত জয়পুরহাট জেলার জয়পুরহাট থানাধীন মাষ্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মিষ্টি ও দধি তৈরী এবং সরবরাহ করার অপরাধে উত্তম মিষ্টান্ন ভান্ডার এর মালিক শ্রী উত্তম কুমার ঘোষ (৫০), পিতা-নলিনীকান্ত ঘোষ, মাজেদুুল মিষ্টি ভান্ডার এর মালিক মোঃ মাজেদুল ইসলাম (৩৫), পিতা-নজীর উদ্দিন মন্ডল এবং শ্রী নিরঞ্জন দধি ও মিষ্টিান্ন ভান্ডার এর মালিক শ্রী নিরঞ্জন সরকার (৪০), পিতা-শ্রী নিবারন সরকার, সর্ব সাং-মাষ্টারপাড়া, থানা-সদর, জেলা- জয়পুরহাটগণকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানা করেন। তিনি তিন প্রতিষ্ঠানকে সর্বমোট = ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং অস্বাস্থ্যকর খাবার মিষ্টি ও দধি ধ্বংস করেন। ধৃত ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


বিজ্ঞাপন