নেত্রকোনায় ওয়ারেন্ট জালিয়াতি মামলার আসামি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনা মডেল থানার মামলা নং ৪২ তাং ২৭/২/২০২১ ধারা ৪১৯/৪৬৭/৪৭৩ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী ১) মোঃ কামাল মিয়া(৫৫), পিতা মৃত নিকাইল মোল্লা, ২) মোঃ আসাদুজ্জামান(৪৫), পিতা মৃত আলী হোসেন মোল্লা উভয় সাং শ্রীরামপুর থানা বাঘারপাড়া জেলা যশোর’দ্বয়কে মামলার আইও এসআই মোঃজহুরুল ইসলাম কতৃক সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। আসামীরা তাদের গ্রামের জনৈক দাউদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা জেলার কোর্টের ম্যাজিস্ট্রেটের নাম ও সিল ব্যবহারের মাধ্যমে ভূয়া ওয়ারেন্ট সৃজন করে তাকে গ্রেপ্তার করিয়ে হয়রানি করে।বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ সহকারী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় এজাহার দায়ের করেন। আসামীদের মধ্যে একজন যশোর জেলা কোর্টের আইনজীবি সহকারী। ভূয়া ওয়ারেন্টের লেখার সাথে প্রাথমিকভাবে তার হাতের লেখার মিল পাওয়া যায়।আসামী’দের সাথে ভিকটিমের বিভিন্ন বিষয়ে বিরোধ আছে মর্মে জানা যায়।আসামীর হাতের লেখা পরীক্ষা প্রক্রিয়াধীন। তদন্ত অব্যাহত আছে।


বিজ্ঞাপন