বেনাপোল প্রতিবেদক : যশোরের বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত নতুন দুটি ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহম্মদ শাহনেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলেই আগামি ঈদের আগে এই সেবা চালু হবে। এর জন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যশোরের বেনাপোল স্থল বন্দর ও ঢাকার মধ্যে আগে কেবল বাসই ছিল ভরসা। বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে ১২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া ১০০০ হাজার টাকা, নন-এসি চেয়ার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।