মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : “করোনা ভ্যাকসিন টিকা নিন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় ৩০ উর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রেশন ও জন সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় বুথের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) জনসাধারণের সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের কপি উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হয় এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রেশনের কার্ডের শুভ উদ্বোধন করেন ও জনসাধারণের হাতে রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন। এ সময় উপস্হিত ছিলেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাষক মোহাম্মদ আলী, অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ ।