ডাক্তারের পরামর্শ ছাড়া অক্সিজেন সিলিন্ডার নেওয়া থেকে বিরত থাকুন

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসার সিদ্ধান্ত একজন রেজিস্টার্ড চিকিৎসকের। নিজে থেকে, আত্মীয় বা কোনো সামাজিক সংগঠন দ্বারা প্ররোচিত হয়ে অক্সিজেন থেরাপির চিকিৎসা দয়া করে নেবেন না।


বিজ্ঞাপন

অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী সংগঠনদের প্রতিও আবেদন, একমাত্র চিকিৎসকের সিদ্ধান্ত ব্যতীত, শুধুই পরিবারের সদস্যদের কথায় আপনারা অক্সিজেন সিলিন্ডার সাহায্য দিতে যাবেন না! অনেকেই শ্বাস কষ্ট হওয়ার সাথে সাথে সিলিন্ডার চাইছেন, দয়া করে এই কাজ করতে যাবেন না।


বিজ্ঞাপন

শ্বাস কষ্ট হওয়া মানেই অক্সিজেন লাগবে তা কিন্তু নয়। চিকিৎসক এর সাথে আলোচনা করুন, তাদের সাথে কথা বলে, অক্সিজেন লেভেল দেখে, তাদের সিদ্ধান্ত মোতাবেক অক্সিজেন থেরাপি নেবেন।

যত্রতত্র অক্সিজেন সিলিন্ডার দেয়া নেয়া হচ্ছে। প্রয়োজন ছাড়াই নিজের চিকিৎসা নিজে করতে গিয়ে উল্টো নানান ধরনের সংক্রমণ হচ্ছে অনেকের।

অক্সিজেন সিলিন্ডারের ব্যবহারের সিদ্ধান্ত আমার, আপনার, বা কোন স্বেচ্ছাসেবী সংগঠনের নয়, চিকিৎসকের। তাই এটির অপব্যবহার করে, অন্যের বা নিজের বিপদ ডেকে আনবেন না।