মন্তব্য প্রতিবেদন : মহামারীতেও ডিজিটাল ব্যবস্থাপনায় সুফল ভোগ করছে দেশবাসী

জাতীয়

মহামারীর মধ্যেও রাস্ট্রের গতিশীলতা আনতে গত ১৭ মাসে ১ হাজার ৫৫৮টি ভারচুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

আমিনুর রহমান বাদশা : রাস্ট্রের গতিশীলতা আনতে মহামারীর গত ১৭ মাসে ১ হাজার ৫৫৮ টি ভারচুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মহামারির দেড় বছর পেরিয়ে, কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? এমন প্রশ্নের কিছু আপেক্ষিক উত্তর মিললেও মূলত ডিজিটাল ব্যবস্থাপনার বড় সুফল ভোগ করছে দেশবাসী।


বিজ্ঞাপন

এই বাস্তবতাই এখন বদলে যাওয়ার দৃষ্টান্ত। বৈশ্বিক কিংবা স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যেও কক্ষচ্যুত হয়নি দেশ।


বিজ্ঞাপন

স্বাস্থ্য থেকে শিক্ষা সব খাতেই ডিজিটাল ছোঁয়া সুরক্ষিত করেছে কোটি প্রাণ।

রাষ্ট্রের গতিশীলতায় গত ১৭ মাসে ১ হাজার ৫৫৮টি ‘অনলাইন বৈঠক’ করেছেন খোদ প্রধানমন্ত্রী।

করোনার থাবায় লণ্ডভণ্ড সব। জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টায় পাল্টে গেছে বাস্তবতা।

গত বছর থেকেই মহামারির তাণ্ডবের ছোঁয়া সব খানে। পরিস্থিতি সামলাতে কঠোরও হয়েছে সরকার।

জীবন নাকি জীবিকা, কিসের প্রাধান্যে রক্ষা পাবে দেশ। এই দোলাচলে প্রান্ত থেকে কেন্দ্র।

দেশ পথ হারায়নি। ডিজিটাল অবকাঠামোর ওপর ভর করে গতিপথ অক্ষুণ্ণ রাখতে পেরেছেন আপামর জনসাধারণ।

কার্যক্রম সীমিতের যুদ্ধে যখন সব স্তব্ধ, তখনও ডিজিটাল ব্যবস্থাপনায় আর্থিক লেনদেন থেকে শুরু করে পড়াশোনা, কেনাকাটা, বিচার প্রক্রিয়া এমনকি কোরবানির পশু কেনাবেচাও মানুষ সেরেছেন অনলাইনেই।

বিচ্ছিন্নতার শুরু থেকেই বিচক্ষণ সরকার প্রধান তার কর্মপদ্ধতি পাল্টে ফেলেন।

ভিডিও কনফারেন্সে নিজে এবং পুরো সরকার ব্যবস্থা সক্রিয় রাখতে সব সামলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গৃহবন্দিত্বের দেড় বছরে ঘর থেকেই মন্ত্রিসভা বৈঠকসহ রাষ্ট্রীয় কাজ করেছেন ডিজিটাল পদ্ধতিতে। বাদ পড়েনি তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময়ও।