টেকনাফে ১৯ হাজার ১৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২ জন আসামীসহ ৫৭,৪৫,৬০০/- (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত) টাকা মূল্যমানের ১৯,১৫২ (উনিশ হাজার একশত বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মঙ্গলবার ১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্ট দিয়ে টেকনাফ হতে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে পাচার হতে পারে।


বিজ্ঞাপন

উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত চেকপোস্টে গমন করতঃ চেকপোস্টে কর্তব্যরত সদস্যগণের পাশাপাশি যানবাহন তল্লাশী কাজে নিয়োজিত হয়।


বিজ্ঞাপন

আনুমানিক সাড়ে ৪ টায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাক হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।

পরবর্তীতে উক্ত ট্রাকের চালক ও তার পাশে আরোহিত একজন মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে পুঙ্খানুপুংখভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ট্রাকের বনেট খুলে বিস্তারিতভাবে নীরিক্ষার সময় ট্রাকের এয়ার ফিল্টার ও রেডিয়েটর এর পিছনে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৫৭,৪৫,৬০০/- (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত) টাকা মূল্যমানের ১৯,১৫২ (উনিশ হাজার একশত বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট এবং অবৈধভাবে মাদক বহনের দায়ে বর্ণিত ট্রাকটিও জব্দ/উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা হলোঃ ক)মোঃ হেলাল উদ্দিন (৩৩), পিতা-মোঃ লতিফ আহমেদ, মাতা-মোছাঃ হাসিনা খাতুন, গ্রাম-মোচনী,ডাকঘর-রঙ্গিখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং খ) মোছাঃ খালেদা বেগম (৩৯), পিতা-মৃত অলি আহম্মদ, মাতা-কানছুমা খাতুন, গ্রাম-ডাকাতিয়ার বাড়ি, ডাকঘর-কুমিড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম। আটককৃত আসামীদের (বাংলাদেশী নাগরিক) বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করতঃ ইয়াবা ট্যাবলেট ও ট্রাকসহ আসামীদেরকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।