বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের জামালপুর সফর

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান মঙ্গলবার ১৭ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মির্জা আজম এমপি’র সফরসঙ্গী হিসেবে জামালপুর জেলা সফর করেন।


বিজ্ঞাপন

তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন ‘শেখ হাসিনা বিশেষায়িত জুট মিল’ প্রকল্পের স্থান পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।


বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি প্রায় সমাপ্ত ‘শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ ‘ ও ‘শেখ হাসিনা টেক্সটাইল কলেজ, মেলান্দহ’ এর প্রকল্প এলাকা পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

এছাড়াও তিনি জামালপুরের মেলান্দহে নির্মাণাধীন ফ্যাশন ডিজাইন ইন্সটিটিউট ও সদর উপজেলায় প্রস্তাবিত শেখ হাসিনা নকশি পল্লীর স্থান পরির্দশন এবং সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেছেন ।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাতঁবোর্ডের চেয়ারম্যান শাহ আলম, বস্ত্র ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুরুজ্জামান, জেলা প্রশাসক, জামালপুর এবং পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।