পুলিশ সদস্যের পরিবারের নিকট আইজিপি’র সহায়তা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তার সহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সকল সদস্যগণ অত্যন্ত দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও যে কোন জাতীয় দুর্যোগে পুলিশ বাহিনীর চরম ধৈয্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ, জীবন উৎসর্গ করছে প্রতিনিয়ত।


বিজ্ঞাপন

দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে পুলিশ বাহিনীর সদস্যরা আহত অথবা নিহত হচ্ছেন। তারা আত্মত্যাগের যে সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। আমরা তাদের কাছে চিরঋণী।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ১৯ আগস্ট পুলিশ সুপারের কার্যালয়,নীলফামারী এর কনফারেন্স রুমে দুপুর ১৩ ঘটিকায়,কতব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী নীলফামারী জেলার ৩০ জন পুলিশ সদস্যের পরিবারকে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে পাওয়া মাসিক ভাতা প্রদানের চেক হস্তান্তর করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম ।

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে পাওয়া মাসিক ভাতা প্রদানের চেক হস্তান্তর কালে পুলিশ সুপার,নীলফামারী বলেন দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয়।

পুলিশ বাহিনীর সদস্যদের সামাজিক অপরাধ দমনের সাথে-সাথে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস দমনে অত্যন্ত দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব (পুলিশ) পালন করে। নিহত পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে তারা তাদের অত্যন্ত উঁচুমানের পেশা দায়িত্ব দেখাতে সামর্থ্য হয়েছেন।

এ সময় পুলিশ সুপার আরো বলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) নিহত/আহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে অত্যন্ত আন্তরিক।

সবশেষে পুলিশ সুপার বলেন কর্তব্যরত অবস্থায় আহত অথবা জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা,তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ,নীলফামারী’কে সব সময় কাছে পাবে বলে, তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

কতব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী নীলফামারী জেলার ৩০ জন পুলিশ সদস্যের পরিবারকে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে পাওয়া মাসিক ভাতা প্রদানের চেক প্রদানের নামের তালিকাঃ

(০১) মৃত কনস্টেবল/২০০ মোঃ ইউসুফ আলী, গ্রামঃ নয়াটোলা সৈয়দপুর পৌরসভা,থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী।

(০২) মৃত কনস্টেবল/৭২১ মোহাম্মদহারুন, গ্রামঃ ইসলাম বাগপাড়া,থানাঃ সৈয়দপুর,জেলাঃ নীলফামারী।

(০৩) মৃত কনস্টেবল/২৭৩ শফিকুল ইসলাম, গ্রামঃ কালিগঞ্জ, থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী।

(০৪) মৃত কনস্টেবল/১৯৯ শিমসন বিশ্বাস (সুবাস), গ্রামঃ নতুন বাবুপাড়া, থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী।

(০৫) মৃত কনস্টেবল/১৮৫৭৫ মোঃ আনিসুর রহমান, গ্রামঃ পাঠানপাড়া, থানাঃ জলঢাকা,জেলাঃ নীলফামারী।

(০৬) মৃত আর্মড এসআই, আব্দুল করিম, গ্রামঃ কালিগঞ্জ, থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী।

(০৭) মৃত কনস্টেবল/৫১৪ হরিদাস রায়, গ্রামঃ বারবিশা বামুনিয়া, থানাঃ ডোমার, জেলাঃ নীলফামারী।

(০৮) মৃত কনস্টেবল/১১৬ হাছিনুর রহমান, গ্রাম উল্টরা শশী কেরানিপাড়া, থানা ও জেলা নীলফামারী।

(০৯) মৃত কনস্টেবল/৪২০ শহিদুল ইসলাম, গ্রামঃ চিকনমাটি (পাঠানপাড়া),থানাঃ ডোমার,জেলাঃ নীলফামারী।

(১০) মৃত কনস্টেবল/৩৫৫ আব্দুল করিম,গ্রামঃ নীলফামারী খামাতপাড়া,থানা ও জেলা নীলফামারী।

(১১) মৃত নারী কনস্টেবল/৪৭৭ রেবেকা সুলতানা, গ্রামঃ পূর্ব ভোগডাবুড়ি,থানাঃ ডোমার, জেলাঃ নীলফামারী।

(১২) মৃত কনস্টেবল/১৫৩৭ তবিবুর রহমান, গ্রাম বেরুবন্দ,থানাঃ জলঢাকা, জেলাঃ নীলফামারী।

(১৩) মৃত কনস্টেবল/৫৪৮ মুনছুর আলী, গ্রামঃ নিউ বাবুপাড়া, থানা ও জেলা নীলফামারী।

(১৪) মৃত কনস্টেবল/২৮৫ শামসুল আলম, গ্রামঃ কাজীপাড়া, থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী।

(১৫) মৃত কনস্টেবল/৪২০ ফারুক হোসেন, গ্রামঃ বাঙালিপুর, থানাঃ সৈয়দপুর,জেলাঃ নীলফামারী।

(১৬) মৃত কনস্টেবল/৮৩২ নূর মোহাম্মদ, গ্রামশ্ব পূর্ব গুরগুরি,কুটিপাড়া থানাঃ ও জেলা নীলফামারী।

(১৭) মৃত কনস্টেবল/১২৮১ জাহিদ কামাল,থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী।

(১৮) মৃত কনস্টেবল/১৯০ শাহজাহান কবির, গ্রাম চিকনমাটি, থানাঃ ডোমার, জেলাঃ নীলফামারী।

(১৯) মৃত এএসআই (নিরস্ত্র) ৮৫৬ আব্দুল হাই সিদ্দিক,গ্রামঃ দিঘলডাঙ্গা সরকার পাড়া, পোস্টঃ বেড়াকুঠি, থানা ও জেলা নীলফামারী।

(২০) মৃত এএসআই/হেমেন্দ্র কুমার সরকার, ঠিকানাঃথানাপাড়া রোড খয়রাত হোসেন, থানা ও জেলাঃ নীলফামারী।

(২১) মৃত কনস্টেবল/৩০৯৩৬ দীপু কুমার রায়, গ্রামঃ নীলফামারী বাজার, থানা ও জেলাঃ নীলফামারী।

(২২) মৃত কনস্টেবল/৮৬৬ ইউনুস আলী, গ্রামঃ উত্তর আবাসন, থানাঃ সৈয়দপুর জেলাঃ নীলফামারী।

(২৩) মৃত কনস্টেবল/৬৬০ জগদীশ চন্দ্র রায়, গ্রাম ও থানাঃ জলঢাকা, জেলাঃ নীলফামারী।

(২৪) মৃত কনস্টেবল/২৬৯ জসিম উদ্দিন, গ্রামঃ ঝরসিংহেশর, পোস্টঃ ছাতনাই, থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী।

(২৫) মৃত কনস্টেবল/২৮৪৯০ নুর মোহাম্মদ রহমান, গ্রামঃ মোল্লাপাড়া, পোস্টঃ দারোয়ানী সুতাকল,থানা ও জেলাঃ নীলফামারী।

(২৬) মৃত এএসআই (নিঃ) দ্বিজেন্দ্রনাথ রায়, থানা ও জেলাঃ নীলফামারী।

(২৭) মৃত এসআই/২৮৪০ মোঃ দুলাল ওয়াদুদ( প্রামানিক), গ্রামঃ আইস ঢাল, পোস্টঃ কামার পুকুর, থানাঃ সৈয়দপুর,জেলাঃ নীলফামারী।

(২৮) মৃত নায়েক/৫১৪ জাবেদুল ইসলাম, গ্রামঃ লক্ষণপুর বালাপাড়া, পোস্টঃ লক্ষণপুর, থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী।

(২৯) মৃত এসআই (নিঃ)/ মোঃ শাহজাহান আলী, গ্রামঃ নতুন বাবুপাড়া,থানাঃ সৈয়দপুর,জেলাঃ নীলফামারী। (৩০) মৃত কনস্টেবল/৪১১ এ কে এম আাজাদ, থানা ও জেলাঃ নীলফামারী।