বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি।
প্রথমবারের মতো তারা জুটি হচ্ছেন ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায়। ইতিমধ্যেই তারা চুক্তি সেরেছেন বলে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
যদিও ‘গলুই’র প্রযোজক, পরিচালক, এমনকি নায়িকা এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন।
এদিকে, পূজার জন্মদিনে ‘গলুই’ সিনেমার টিম আয়োজন করে তার জন্মদিনের কেকও কেটেছেন।
জানা গেছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করে সিনেমার অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
আর সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরে শুরু হবে এর শুটিং। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় এটি পরিচালনা করবেন এস এ হক অলিক।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান।
এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমার গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকে।