কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদক দ্রব্যসহ গ্রেফতার ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজাসহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন@ বাবু(৩৫), পিতা-মৃত: আমজেদ আলী পাইক, সাং-হরিণখানা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট , এ/পি সাং-বাগমারা মেইন রোডস্থ, থানা-খুলনা, মোঃ লিটন খাঁ(২৯), পিতা-মোঃ আবু তালেব খাঁ, সাং-নয়াবাটি, চিত্রালী বাজার রোড, থানা-খালিশপুর; মোঃ মেহেদী হাসান মিহিদুল(২৮), পিতা-মোঃ খাইরুল ইসলাম, সাং-ফুলবাড়ি, থানা-সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধা এবং মোঃ বশির কাজী(৪৮), পিতা-মৃত: হাশেম কাজী, সাং-গোপালগঞ্জ রাজৈর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-দেয়ানা উত্তর পাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।